পশ্চিমবঙ্গের কেলফ্ট এর শিকার শিশুদের হাসির দায়িত্ব নিলেন কারা?
গতকাল কলকাতার আইটিসি রয়াল বেঙ্গলে হিমালয়া ড্রাগ কোম্পানির এবং সঙ্গে “মুসকান”-এর এক যৌথ উদ্যোগের সাংবাদিক সম্মেলন হয়ে গেল। গতকাল থেকে কলকাতায় “এক মুঠো হাসির”-এর প্রচার চালু হল যেটির সঙ্গে যৌথ ভাবে যুক্ত আছে “স্মাইল ট্রেডন” সমগ্র পৃথিবীর মধ্যে বৃহত্তর কেলফ্ট চ্যারিটি।
আমরা মানুষ মাত্রেই ভালো ব্যবহার আশা করে থাকি একে অন্যের কাছ থেকে। আর সেই ভালো ব্যবহারের মাধ্যম মনভোলানো হাসি। তবে যারা কেলফ্ট রোগে আক্রান্ত, তাদের অন্তরায় শুধুমাত্র হাসির পথে নয়, তাদের অন্তরায় খাদ্য গ্রহনেও এবং নিঃস্বাস জনিত ক্ষেত্রেও। তবে এবার থেকে তাদের হাসির সুরক্ষা করবে যৌথ ভাবে স্মাইল ট্রেইন এবং হিমালয়া ড্রাগ কোম্পানি।
হিমালয়া কোম্পানির কোনো প্রোডাক্ট কিনলে তার দামের থেকে দুটাকা যাবে এই কেলফ্ট রোগে আক্রান্তদের সহায়তার কাজে, অর্থাৎ জনসাধারণের এই টাকার পরিমাপ ব্যয় হবে এই রোগে আক্রান্তদের অপারেশনের কাজে , যা খুবই নিরাপদ এবং সময় নেয় মাত্র 45 মিনিট।
গতকাল আইটিসি তে হিমালয়ার এবং স্মাইল ট্রেইনের এই যৌথ উদ্যোগে সঙ্গ দিলেন উষা উত্তুক, যিনি এই মহান উদ্যোগের সমর্থন এবং প্রশংসা করেন
click and follow Indiaherald WhatsApp channel