২০০৩ সাল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওঠে। কিন্তু হারতে হয় অস্ট্রেলিয়ার কাছে। তারপর ২০১১। ২৮ বছর বিশ্বকাপ জয়ের স্বাজ পায় ভারত। অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই দিনটাই ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বিরাট দিন। একটি অনলাইন লেকচারে সৌরভ প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, " আমার কাছে, সবচেয়ে বড় দিন হল সেই দিনটা যেদিন ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। গ্রেট এমএস ধোনি .... ওই শটটা, শেষ বলে ছক্কা মেরে ভারতকে জয় এনে দিয়েছিল ওটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরদিনের জন্য থেকে যাবে। কী মুহূর্তই ছিল সেই দিন।" সঙ্গে মহারাজ যোগ করেন, "আমার মনে আছে, আমি সেই রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিলাম। আমি কমেন্ট্রি বক্স থেকে নেমে নিচে চলে গিয়েছিলাম ধোনিকে দেখার জন্য, গোটা টিম ইন্ডিয়া মাঠ ঘুরেছিল জয়ের পরই।"

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy world environment day ..The place in this picture is historic .. Made famous by a great indian

A post shared by SOURAV GANGULY (@souravganguly) on

మరింత సమాచారం తెలుసుకోండి: