ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের ঘরের মাঠে দুরমুশ করে এবার নিজের
দেশে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের ধ্বংসের সেই রেশ দক্ষিণ
আফ্রিকার বিরুদ্ধেও অব্যাহত রাখল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় টিম। তিন
ম্যাচের টেসল্ট সিরিজে শনিবার শেষ ম্যাচ। এই ম্যাচেও জিততে মরিয়া টিম ইন্ডিয়া।
সিরিজ আগেই জেতা হয়েছে এবার শুধু হোয়াইট ওয়াশই একমাত্র লক্ষ্য। এই সিরিজে ভারতের
সেরা প্রাপ্তি ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্কা আগারওয়াল। এবং অবশ্যই উইকেটকিপার
হিসাবে ‘সুপারম্যান’ ঋদ্ধিমান সাহার
আর্বিভাব। শেষ ম্যাচও প্রথম একাদশে কোনও পরিবর্তন আনা হবে না বলেই মনে করছে
ক্রিকেট মহল। তবে তারই মাঝে করবা চৌথ সারলেন বিরাট কোহলি। স্বামী বিরাট কোহলির
সঙ্গে করবা চৌথ উপলক্ষে লাল শাড়ি, মঙ্গলসূত্রে সেজে হাজির হন অনুষ্কা শর্মা।
স্ত্রীর সঙ্গে হাসিমুখে পোজ দেন বিরাট কোহলিও।
অন্যদিকে, বিয়ের পর এই প্রথম নিক জোনাসের সঙ্গে করবা চৌথ পালন করেন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন পপ তারকার সঙ্গে প্রিয়াঙ্কার করবা চৌথের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
click and follow Indiaherald WhatsApp channel