বেশ কিছুদিন আগে থেকেই ভোরের দিকে ঠাণ্ডার আমেজ ছিল। মনে হচ্ছিল যেন শীত বোধহয় এসে গেল। কিন্তু তখন শীত আসেনি। তারপর বুলবলের তাণ্ডব। বুলবুল চলে যাওয়ার পর আকাশ এখন পরিষ্কার। পারদ ক্রমশই নামছে। সকালে ঝলমলে রোদ। সেই সঙ্গে চলছে হাওয়া। আবার সন্ধ্যার পর থেকে শীতের আমেজ। গায়ে চাপাতে হচ্ছে গরমের পোশাক। রাতেও চাদর ছাড়া ঘুমানে প্রায় অসম্ভব। তাহলে পাকাপাকি ভাবে কি শীত এসে গেল ? হাওয়া অফিস সূত্রে খবর, শীতের আমেজ বাড়লেও পাকাপাকিভাবে শীত এখনই নয়। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে তাপমাত্রা নামবে। কয়েকদিনে কলকাতার তাপমাত্রা কমে হতে পারে ১৮ ডিগ্রি। রাজ্যের অন্যান্য জায়গার তাপমাত্রা নামতে পারে আরও ২-৩ ডিগ্রি।

 

জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত চলছে। ফলে উত্তরপশ্চিম ভারতের তাপমাত্রা নেমেছে অনেকটাই। সেই ঠান্ডা হাওয়ার প্রভাব পড়ছে রাজ্যে। জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে, সকাল ও সন্ধেয় শীতের আমেজ আরও বাড়বে। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ২০.৩ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত চলছে। ফলে উত্তরপশ্চিম ভারতের তাপমাত্রা নেমেছে অনেকটাই। সেই ঠান্ডা হাওয়ার প্রভাব পড়ছে রাজ্যে। জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে, সকাল ও সন্ধেয় শীতের আমেজ আরও বাড়বে। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ২০.৩ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

 

 

 

మరింత సమాచారం తెలుసుకోండి: