টি ২০ সিরিজ ৫-০ নিউজিল্যান্ডে হোয়াইট ওয়াশ করার পর আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া। এবার বুধবার থেকে শুরু ওয়ান ডে সিরিজ। বিশেষজ্ঞদের মতে, টি২০-র মতো এত সহজে ওয়ান ডে-তে নিউডিল্যান্ডকে মোটেই হারানো সহজ হবে না। ঘুরে দাঁড়াবেই কিউইরা। তবে ভারতই ফেভারিট হিসাবে এই সিরিজ শুরু করবে। কিন্তু ওয়ান ডে সিরিজে ওপেনিংয়ে থাকছে চমক। সে কথা নিজের মুখেই জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওয়ান ডে শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার চোট থাকায় ওপেনিং স্লটে নতুনদের ঝালিয়ে নিতে চলছে ভারত। কেএল রাহুলকে মিডিল অর্ডার হিসাবেই ভাবছে টিম ম্যানেজমেন্ট। ভারত অধিনায়ক বলেন, “দুর্ভাগ্যের হল যে, রোহিত একদিনের সিরিজে খেলতে পারবে না। ও যে কী প্রভাব ফেলতে পারে, তা সবারই জানা। আমাদের সামনে কোনও একদিনের প্রতিযোগিতা নেই। তাই এখন ওর সেরে ওঠার দিকে নজর দেওয়াই ঠিক হবে। আর একদিনের ক্রিকেটে পৃথ্বী অবশ্যই শুরু করবে। আমরা একজন ওপেনারকেই (ময়াঙ্ক) দলে চেয়েছি। লোকেশ রাহুল খেলবে মিডল অর্ডারে। আমরা চাই কিপিংয়ের সঙ্গে মিডল অর্ডারে পাঁচ নম্বরে খেলার ব্যাপারে রাহুল অভ্যস্ত হয়ে উঠুক।” এই মন্তব্যেই পরিষ্কার যে পৃথ্বীর সঙ্গে ময়াঙ্ক ওপেন করছেন বুধবার সিডন পার্কে। আর রাহুল নামছেন পাঁচে।
অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের মরিয়া মনোভাবের প্রশংসা করেছেন কোহালি। তাঁর কথায়, “আমরা যখন ৩-০ এগিয়ে রয়েছি, তখন প্রত্যেকে ব্যক্তিগত পারফরম্যান্সের কথা ভাবতেই পারত। কিন্তু সকলে ৫-০ জিততে চেয়েছিল। আমাদের দলে দক্ষ ক্রিকেটারের অভাবও নেই। তাই সকলেই বৃহত্তর ছবি দেখতে পেয়েছিল। আমরা খুব খাটাখাটনি করেছিলাম। তার ফলও এখন সবার সামনে রয়েছে। দলগত ভাবে আমরা উজাড় করে দিচ্ছি।”
click and follow Indiaherald WhatsApp channel