বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়ার অনুমোদন নয়। একথা জানালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি বাস পরিষেবা আরও বাড়ানো হবে। পাশাপাশি ট্রাম ও ফেরি পরিষেবাও চালু করা হবে। সন্ধে ৭টা পর্যন্ত বাস চলাচল করবে। শনিবার এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কী বলেছেন পরিবহণ মন্ত্রী, দেখে নিন একনজরে
* বেসরকারি বাস, মিনিবাসের ভাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, ভাড়ার বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত জরুরি
* বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়ায় অনুমোদন নয়
* সরকারি বাস পরিষেবা আরও বাড়ানো হবে
* ট্রাম ও ফেরি পরিষেবাও চালু করা হবে
* সন্ধে ৭টা পর্যন্ত বাস চলাচল করবে
* ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হবে
* কনটেনমেন্ট জোনের বাইরে ট্যাক্সি পরিষেবা শুরু হবে
* অ্যাপ ক্যাব চলছে, সোমবার থেকে সংখ্যা বাড়বে, তবে অটো চলাচল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়
* স্বাস্থ্যবিধি নিয়ে কোনও সমঝোতা করা হবে না
* যাত্রীরাও এ বিষয়ে সহযোগিতা করছেন
বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়ার অনুমোদন নয় বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়ার অনুমোদন নয়
অন্যদিকে, বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। আর আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যকে জানিয়েছেন দেশের মধ্যে সবচেয়ে করোনা মৃত্যুর হার বাংলাতেই বেশি। ১৩.২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৫ জন। মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে করোনার কারণে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬০।
click and follow Indiaherald WhatsApp channel