জনপ্রিয় রিয়েলিটি শো-য়ে বিচারক হিসাবে অনু মালিককে ফিরিয়ে
আনায় আবার #মিটু বিতর্ক ফিরে এলো। এবার বলিউড সঙ্গীত শিল্পী নেহা ভাসিন অনু মালিকের
বিরুদ্ধে #মিটু অভিযোগ আনলেন। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে এক অভিজ্ঞতার কথা শেযার
করেছেন। তিনি লেখেন, ২১ বছর বয়সে এক স্টুডিয়োতে অনুর সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতির
সৃষ্টি হয়েছিল। তাঁর সামনে সোফায় শুয়ে অনু যে ধরনের কথা বলছিলেন, তা অস্বস্তিতে
ফেলেছিল নেহাকে। পরে তাঁকে ফোন আর মেসেজও করেছিলেন সঙ্গীত পরিচালক, যার উত্তর দেননি
নেহা।
অন্যদিকে, গায়িকা সোনা মহাপাত্র আগেই এ নিয়ে সরব হয়েছিলেন প্রতিবাদে। অনুকে ‘সেক্সুয়াল প্রিডেটর’ বলেছিলেন গায়িকা।
click and follow Indiaherald WhatsApp channel