বিধ্বংসী শ্রেয়াস আইয়ার। মাত্র ২৯ বলে ৫৮ রানে নিউজিল্যান্ডের পাহাড় প্রমাণ রান টপকে ৬ উইকেটে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।
টস জিতে সফরের শুরু করেছিলেন বিরাট কোহালি। ভারতীয় দল যা পছন্দ করে, সেই রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শুরুতে নতুন বলে আঘাত হানতে চান, বলেও দিয়েছিলেন। কিন্তু তা হল না। ভারতীয় পেসারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করলেন গাপ্টিল-মুনরোরা। কলিন মুনরো, কেন উইলিয়ামসন ও রস টেলরের হাফ সেঞ্চুরিতে ভর করে ভারতের সামনে ২০৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড। শুরুতেই দুই কিউই ওপেনার কলিন মুনরো এবং মার্টিন গাপ্টিল ঝড় তোলেন। গাপ্টিল ৩০ করলেও মুনরো ৫৯ রান করেন। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৫১ রান। শেষ পর্যন্ত রস টেলর ৫৪ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারায় ভারত। রোহিত ফেরার পর লোকেশ রাহুল ও বিরাট কোহালি টানছিলেন দলকে। দ্বিতীয় উইকেটে দু’জনে যোগ করেছিলেন ৯৯ রান। ছয় মেরে পঞ্চাশে পৌঁছেছিলেন রাহুল। যা এসেছিল মাত্র ২৩ বলে। কিন্তু তার পরই ফিরলেন তিনি। ঈশ সোধিকে ছয় মারতে গিয়ে তুললেন লোপ্পা ক্যাচ। তাঁর ২৭ বলে ৫৬ রানের ইনিংসে রয়েছে চারটি চার ও তিনটি ছয়।রাহুল ফেরার পর বেশিক্ষণ স্থায়ী হননি কোহালিও। ৩২ বলে ৪৫ করে ফেরেন তিনি। তবে বোলার ব্লেয়ার টিকনার নন, তাঁকে ফেরানোর কৃতিত্ব মার্টিন গাপ্টিলের। কিন্তু দুরন্ত ব্যাট করে শ্রেযাস আইয়ার আর মণীশ পাণ্ডে ম্যাচ জিতেয়ে দেয় ভারচ। সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
click and follow Indiaherald WhatsApp channel