বিজেপির প্রতীক
পদ্মফুল। আর পদ্ম ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ। এবার সেই পদ্মকেই হাতিয়ার করে
জনসংযোগ বৃদ্ধিতে নামল বিজেপি। দুর্গার মুখ আঁকা স্টিকার বিলি থেকে সিঁদুর খেলা – দুর্গাপুজো উপলক্ষ্যে জোরদার জনসংযোগে
নেমে পড়ল গেরুয়াশিবির। রবিবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সদর
দফতরে সাংবাদিক সম্মেলন করে বলেন, দুর্গাপুজো উপলক্ষে ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর
পর্যন্ত জনসম্পর্ক স্থাপন কর্মসূচি নেওয়া হয়েছে। মহালয়ার দিন প্রভাতফেরির আয়োজন করা হবে। আর দশমীতে
মণ্ডপে মণ্ডপে হবে সিঁদুর খেলা।
কর্মসূচিতে কেন্দ্রের বিভিন্ন যোজনা নিয়েও প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে। তিন তালাক বিল থেকে ৩৭০ সবই থাকবে বলে জানা গিয়েছে। যে স্টিকার বাড়ি বাড়ি দেওয়া হবে সেই স্টিকারের নাম দেওয়া হয়েছে -'দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী'।
পাশাপাশি হুগলীর মিড ডে মিল প্রসঙ্গেও মুখ খোলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, মিড ডে মিলে ডিম দিতে পারছে না, আবার ভোট কন্ট্রোল করতে পুজোতে ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন। পুজোতে ক্লাবগুলোকে টাকা দেওয়ার ঘটনাকে তীব্র কটাক্ষই করে তিনি বলেন, সব হিন্দু ভোট ফিরে পাওয়ার চেষ্টাতেই এসব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এদিন এনআরসি নিয়েও সরব হন লকেট। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এনআরসি নিয়ে ভুল বোঝাচ্ছেন। পশ্চিমবঙ্গের স্বার্থেই এখানে এনআরসি হবে। বৈধ নাগরিকদের আশঙ্কার কিছু নেই। অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের তাড়ানো হবে।
click and follow Indiaherald WhatsApp channel