প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেই রোহিত, কোহলিরা পাবেন প্রায় ১৬ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫ লক্ষ টাকা (১৩ কোটি ৪ লক্ষ ৯০ হাজার টাকা)। ফাইনালে হারলেও মোটা অঙ্কের পুরস্কার পাবেন তাঁরা। রানার্স দলের জন্য থাকছে চ্যাম্পিয়নদের ঠিক অর্ধেক পুরস্কার মূল্য। অর্থাৎ, বিশ্বকাপ রানার্স পাবে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা। সেমিফাইনালে উঠলেও মিলবে মোটা আর্থিক পুরস্কার। শেষ চারের লড়াইয়ে যে দু’টি দল হারবে, তারা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ২৬ লক্ষ ২৬ হাজার টাকা পাবে। ‘সুপার টুয়েলভ’ পর্বের বাকি আটটি দলের জন্য থাকছে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ লক্ষ টাকা পুরস্কার মূল্য। ‘সুপার টুয়েলভ’ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলি প্রায় ৩২ লক্ষ ৫২ হাজার টাকা পাবে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ‘সুপার টুয়েলভ’ পর্বে জিতলে এই টাকাই পেয়েছে দলগুলি।

অন্যদিকে, পিঠের চোটের জন্য আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। জাতীয় দলের এক নম্বর পেসারকে ছাড়াই আইসিসি-র শো-পিস ইভেন্ট খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের পূর্ব ঘোষিত দলে স্ট্যান্ড-বাইতে রয়েছেন-মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার। আগামী ৯ অক্টোবর পর্যন্ত খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রয়েছে প্রতিটি দলের কাছে। এমনকী যদি কোনও দলের ক্রিকেটার বা ক্রিকেটাররা চোট সমস্যায় ভোগেন, তাহলে সময়সীমার পরেও দলে পরিবর্তন আনা সম্ভব। তবে তার জন্য আইসিসি-র অনুমতি নিতে হবে। বুমরার বিকল্প হিসাবে কুলদীপ সেন, উমরান মালিক ও মহম্মদ সিরাজের নাম উঠে আসছে। তবে জাতীয় দলের প্রাক্তন নির্বাচক সাবা করিম (Saba Karim) চাইছেন বুমরার বিকল্প হিসাবে খেলুক চাহারই।

మరింత సమాచారం తెలుసుకోండి: