রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিরাটের অভিনব স্কুপ শটের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। সাধারণভাবে কিং কোহলিকে এই ধরনের শট মারতে দেখা যায় না। কিন্তু ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অ্যান্ড্রু টাইয়ের বলে স্কুপ করে বিরাট ছয় মারার পরেই জোর আলোচনা শুরু হয় নেট দুনিয়ায়।

প্রশ্ন ওঠে, তিনি কি এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে এই শট শিখে এলেন? ম্যাচ শেষেও স্কুপ শট নিয়ে প্রশ্ন করা হয় বিরাটকে। তিনি বলেন, ‘‘সত্যি এবি ডিভিলিয়ার্সের মতোই ছিল এই শট। মারার পরে হার্দিককে গিয়ে বলি, টাই কিন্তু এটা আশা করেনি। হার্দিক বলে ওঠে, ও নিজেও আশা করেনি।” যোগ করেন, ‘‘এবির কাছে জানতে চাইব ‌আমার স্কুপ ওর কেমন লেগেছে।” রাতে ডিভিলিয়ার্স টুইট করে জানিয়েছেন, স্কুপ শটটা তাঁর দারুণ লেগেছে। 

మరింత సమాచారం తెలుసుకోండి: