১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার হিমাদ্রী সরকারের উদ্যোগে পুজার আগে চুরি যাওয়া কাপড় ফিরে পেল রায়গঞ্জ শহরের জয় মাতাদি ক্লথ সেন্টারের মালিক বিমল চন্দ জৈন সিংঘী। চুরি যাওয়া কাপরের মূল্য আনুমানিক ২ লক্ষ টাকার মতো বলে জানায় দোকানের মালিক বিমল বাবু।
     চুরি যাওয়া প্রায় দু’লক্ষ টাকার মাল উদ্ধার পর
তিনি জানান, আমার দোকানের পুজোর জন্য আনা কাপড় গোডাউন থেকে চুরি হয় ০৭ -০৯-২০১৯ তারিখ ও ১০-০৯-২০১৯ তারিখে। সেটা বুঝতে পারি ১১ তারিখ যখন দোকানের বিক্রির জন্য গোডাউন থেকে মালটা আনতে যাই। তখনি চুরির ঘটনাটা নজড়ে আসে। এরপর সিসি টিভির ক্যামেরা দেখে চোরকে সনাক্ত করি। চোর শক্তিনগরের নিবাসী কালু বালা চোর (২৬)।
রায়গঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউনসিলার হিমাদ্রী সরকার
এরপর গোটা ঘটনা জানাই আমাদের ওয়ার্ডের কাউন্সিলার হিমাদ্রী সরকার (মনু) বাবু কে । এরপর আমাদের কাউন্সিলারের প্রচেষ্টায় চুরি যাওয়া মালের বেশির ভাগটাই ফেরত পাই। বাকিটার খোঁজ চলছে। কাউন্সিলার হিমাদ্রী সরকারের পাশাপাশি ধন্যাবাদ জানাই পুলিশ প্রশাসন কেও।


మరింత సమాచారం తెలుసుకోండి: