কলকাতাতেই এবার পরিবারের সঙ্গে পুজো কাটিয়েছেন বলিউড
অভিনেত্রী বিপাশা বসু। বর করণ সিং গ্রোভারের সঙ্গে অষ্টমীর দিনই কলকাতায় এসেছে
বাঙালি এই অভিনেত্রী। পুজোর ছবিও শেয়ার করেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
এবার সিঁদুরও খেললেন বিপাশা। যে ছবি তিনি পোস্ট করেছেন তাতে লাল পাড় সাদা শাড়ির
লুকে ধরা দিয়েছেন বিপাশা। সঙ্গে বরও ছিলেন। করণ পরেছিলেন সাদা রঙের কুর্তা এবং ধুতি।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে বিপাশা লিখেছেন- ‘বিয়ের পর প্রথম সিঁদুর খেলা।’
click and follow Indiaherald WhatsApp channel