রানের পাহাড় করেও ভারতের বিরুদ্ধে নিস্তার পায়নি নিউজিল্যান্ড। ভারত জিতেছিল। রবিবার মাত্র ১৩২ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের যা খুব সহজ ছিল। ৭ উইকেটে জিতে নেয় ভারত। বুধবার সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। এরপরই নিজের সরকারি ইউটিউব চ্যানেলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেছেন, “ভারত ক্রমশ দল হিসেবে নিষ্ঠুর হয়ে উঠছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যা ধরাও পড়ল। এত কম রান তুললে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে নিউজিল্যান্ড লড়াই করবেই বা কী ভাবে?” শোয়েব সোজাসুজি বলেছেন, “বিপক্ষ ব্যাটসম্যানের মনে ত্রাসের জন্ম দিচ্ছে জশপ্রীত বুমরা ও মহম্মদ শামি। দুই জোরেবোলারের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস চোখে পড়ছে। যা টের পাচ্ছে ব্যাটসম্যানরাও। তা ছাড়া রবীন্দ্র জাডেজাও রান করতে দেয় না ব্যাটসম্যানকে। ওর বল কখনও কখনও ঘোরে। যা সমস্যায় ফেলে ব্যাটসম্যানকে।”
click and follow Indiaherald WhatsApp channel