২০১৪ সালে মহেন্দ্র সিংহ ধোনি এবং রবিচন্দ্রন অশ্বিন কপিলদের রেকর্ড ভাঙার খুব কাছে এসেও পারেননি। তাঁরা ৫৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন সেবার। অভিষেক ম্যাচে খেলতে নেমে অলরাউন্ডার ওয়াশিংটন গড়লেন একাধিক রেকর্ড। শুক্রবার প্রথম একাদশে তাঁকে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন দলে কুলদীপ যাদব থাকতেও কেন ওয়াশিংটনকে নেওয়া হল। অজিঙ্ক রাহানেরা জানতেন ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করা ওয়াশিংটন দরকারে ব্যাট হাতেও দলকে সাহায্য করতে পারেন। সেটাই তিনি করে দেখালেন ব্রিসবেনে। ১৪৪ বলে ৬২ রানের ইনিংস খেললেন ওয়াশিংটন। অস্ট্রেলিয়ার ইনিংসে বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করা ওয়াশিংটন ভাঙলেন ১১০ বছরের পুরনো রেকর্ড। ১৯১১ সালে ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ফস্টার ছিলেন অস্ট্রেলিয়াতে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক ম্যাচে ৭ নম্বরে নেমে এক ইনিংসে সর্বাধিক রানের মালিক। তিনি করেছিলেন ৫৬ রান। তাঁর রেকর্ড ভেঙে ওয়াশিংটন করলেন ৬২ রান। তালিকায় শীর্ষে চলে এলেন তিনি।
click and follow Indiaherald WhatsApp channel