সুপার স্টার ঋত্বিকের বিপরীতে মহেঞ্জদারো ছবিতে অভিনয় করার পর, বলিউডে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এখন একের পর এক প্রজেক্ট তাঁর হাতে। তিনি অভিনেত্রী পূজা হেগড়ে। হাউজফুল ফোরেও তাঁর অভিনয় দাগ কেটেছ্ দর্শক মনে। সম্প্রতি তাঁর এক ফ্যান পূজাকে দেখার জন্য পাঁচ রাত ফুটপাতে কাটিয়েছেন। পূজা তাঁর ইনস্টাগ্রামে ফ্যানের সঙ্গে দেখা করার ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, 'বম্বে এসে ৫ দিন ধরে আমার অপেক্ষা করার জন্য ভাস্কর রাওকে অনেক ধন্যবাদ। আমি বাকরুদ্ধ আমার ফ্যানের এমন কাণ্ড দেখে। এতটা কষ্ট সহ্য করেছেন তিনি। আমি চাই না আর কোনওদিন আপনাকে ফুটপাতে ঘুমোতে হোক। আমি আপনাকে প্রমিস করছি আপনি যেখানেই থাকুন আমি আপনার ভালোবাসা অনুভব করব।...'
click and follow Indiaherald WhatsApp channel