প্রাথমিক ভাবে পুরসভার তরফে জানানো হয়েছে, শহরের যে সমস্ত রেস্তরাঁ বা হোটেলগুলিকে হুক্কা বার চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, তাদেরকে নতুন করে আর এ বিষয়ে অনুমতি দেওয়া হবে না। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানান, শহরের সব রেস্তরাঁ কর্তৃপক্ষকেই হুক্কা বার বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অনুরোধে কাজ না হলে, কিংবা গোপনে হুক্কা বার চালানো হলে পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন তিনি। নিয়ম অমান্য করলে রেস্তরাঁগুলির লাইসেন্স নবীকরণ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। অবৈধ হুক্কা বার বন্ধে অভিযান চালানোর জন্য কলকাতা পুলিশের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে পুর-আধিকারিকদের।

অন্যদিকে, নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন কর‍তে গিয়ে প্রতারিত হলেন এক সত্তোরোর্ধ্ব বৃদ্ধ। সাইবার জালিয়াতির শিকার হয়ে খোয়ালেন এক লক্ষ টাকা। এমন ঘটনা বেনজির। সাধারণত এমন ঘটনা কোনও ম্যালওয়ারের ক্ষেত্রে এই ঘটনা হয়ে থাকে। সেক্ষেত্রে সাইবার প্রতারকরা নির্দিষ্ট ব্যক্তিকে লিঙ্ক পাঠিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতি করে থাকে। তবে এবার অন্য উপায় নিয়েছেন প্রতারকরা। জানা যাচ্ছে এ ক্ষেত্রে তারা হাতিয়ার করেছে নেটফ্লিক্সের মতো জনপ্রিয় ব্র‍্যান্ডকে। ওই ৭৪ বছর বয়সি বৃদ্ধকে তারা নেটফ্লিক্সের একটি ম্যালওয়ার লিঙ্ক পাঠায়। সেখানে বলা হয় ওই লিঙ্কে ক্লিক করেই সাবস্ক্রিপশন করা যাবে৷ সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমন ক্ষেত্রে সবসময়ই লিঙ্ক বা ইমেল যাচাই করে নেওয়া উচিত। একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বইয়ে বসবাসকারী ওই ব্যক্তি সাইবার প্রতারকদের পাঠানো লিঙ্কে ক্লিক করতেই হাপিশ হয়ে যায় ১ লক্ষ টাকা। এই স্ক্যামাররা নেটফ্লিক্স অথরিটি হিসেবে তার সঙ্গে কথাবার্তা বলে। এরপর ব্যাঙ্কের সমস্ত তথ্য নিয়ে নেয়। সেখানে তাকে বলা হয়, ওই বৃদ্ধের নেটফ্লিক্স আটকে যাবে যদি তিনি ৪৯৯ দিয়ে রিচার্জ না করেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: