আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৭ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্মুখী থাকবে। তার পর সামান্য তাপমাত্রার হেরফের হতে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের শীতল বাতাস এ রাজ্য ঢুকতে বাধা পাচ্ছিল। আপাতত সেই বাধা সরে যাওয়ায় ফের শীতল বাতাস ঢুকতে শুরু করেছে। উত্তর-পূর্ব ভারত কনকনে ঠান্ডায় কাঁপছে। এ রাজ্যেও তার কিছুটা প্রভাব পড়ছে। তবে এখনই শীত বিদায় নিচ্ছে না বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮, বাঁকুড়া ১১.১, বর্ধমান ১২.৩, কোচবিহার ৮.৭, দিঘা ১৫.৩, জলপাইগুড়ি ১০.২, কালিম্পং ৮, মালদহ ১১, পানাগড় ৯.২, পুরুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস।
শীত ফিরলেও একদম থিতু হচ্ছে না। তাই সুন্দরী শীতের কপালে জুটছে ‘কুৎ-শীত’ থেকে শুরু করে আরও কতকি। খেজুরের রস, খেজুর পাটালিতেও নাকি ভেজাল ঢুকে পড়েছে বলে দাবি খাদ্য রসিকদের। উত্তরের ৫ জেলায় শৈতপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
click and follow Indiaherald WhatsApp channel