কিছু দিন আগে পান মশলার বিজ্ঞাপন করে বিপাকে পড়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় ব্যপক ট্রোল হতে থাকেন তিনি। সমালোচনার চোটে অক্ষয় কুমার জানান যে, পান মশলার এই বিজ্ঞাপন থেকে সরে যাবেন ও আগামিদিনে এই বিজ্ঞাপনে আর তাঁকে দেখা যাবে না। তবে নতুন প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ান প্রথমেই নিলেন বড় পদক্ষেপ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পান মশলা এনডোর্স করতে চাননি কার্তিক। বিজ্ঞাপন জগতের এক ব্যক্তিও জানান যে এই ঘটনা সত্যি। শোনা যায় যে, একটি পান মশলার বিজ্ঞাপনের জন্য ৮ থেকে ৯ কোটি টাকার অফার পান কার্তিক। কিন্তু পান মশলার বিজ্ঞাপন দিতে চাননি অভিনেতা, তাই সেই অফার তিনি ফিরিয়ে দেন। যদিও অভিনেতার তরফ থেকে এই বিষয়ে কিছু জানা যায়নি। কার্তিকের এই সিদ্ধান্তেই মুগ্ধ অনুরাগীরা। কারণ এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে, তাঁর কাছে টাকার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ জীবন দর্শন।

অন্যদিকে, মঙ্গলবার প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী তথা অভিনেতা কমল রশিদ খানকে গ্রেফতার করল মলাড পুলিশ। ২০২০ সালে একটি বিতর্কিত টুইটের জন্য তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বই বিমানবন্দর থেকে তাঁকে আটক করে পুলিশ। মুম্বই পুলিশ সূত্রে খবর, তাঁকে বোরিভালি কোর্টে নিয়ে যাওয়া হবে। ২০২০ সালে ঋষি কপূর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে এক আধিকারিক জানান, প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২৯৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধানের অধীনে কমলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। শুধু ঋষি কপূর বা ইরফান নন, টুইটারে একাধিকবার বলিউড অভিনেতাদের আক্রমণ করেছেন তিনি। সলমন খান, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা—বাদ যাননি কেউই। কিছু দিন আগে বিরাট কোহলীর মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন কমল।

మరింత సమాచారం తెలుసుకోండి: