বৃহস্পতিবার হল বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অফ ফায়ার’। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখা যায়।
গ্রহনটি এইদিন ভারতের সময় সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ২ টা ৩৫ মিনিট ৩৬ সেকেন্ড সম্পন্ন হয় । এ সময় চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, বাহরাইনের উরায়ারারের দক্ষিন-পশ্চিম দিকে সূর্যগ্রহন শুরু হয়। কেন্দ্রীয় গ্রহন সম্পন্ন হয় ফিলিপাইন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকে । আর সর্বোচ্চ সূর্যগ্রহন হয় মালাক্কা প্রণালীতে রুপাথ দ্বীপের দক্ষিন-পূর্ব দিকে।
এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে ক্যাম্পের আয়োজন করা হয় দেশের বিভিন্ন প্রান্তে।
টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা ছিল। পাশাপাশি ছিল সূর্যগ্রহণ বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা।
click and follow Indiaherald WhatsApp channel