দীর্ঘ জল্পনার পর অবশেষে গতকাল বিজেপিতে নাম লেখান রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁদ সঙ্গে বিজেপিতে যোগ দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তবে বিজেপিতে যোগ দেওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন জানান শোভন চট্টোপাধ্যায়। তিনি আবেদনে জানান, বিজেপিতে যোগ দেওয়ার পর কলকাতায় গেলে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। কলকাতায় গেলে তাঁর উপর হামলার আশঙ্কা আছে। তাই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক।

 

উল্লেখ্য, এ রাজ্যে বিজেপির উথ্থানের পর অনেক বিজেপি নেতাকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। শোভন চট্টোপাধ্যায় যেহেতু মন্ত্রী ছিলেন সেই হেতু তাঁর নিরাপত্তা বাহিনী ছিল। কিন্তু মন্ত্রীত্ব ছাড়ার পর সেই নিরাপত্তা অনেকটাই শিথিল করা হয়। তবে সূত্রের খবর, তিনি কলকাতায় এলে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন।

 

প্রসঙ্গত, বুধবার বিকেল পাঁচটা নাগাদ দিল্লিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপিতে যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। আর বিজেপিতে যোগ দিয়েই বিষ্ফোরক তিনি। শোভন বাবু বলেন, ‘‘পঞ্চায়েতের সময় থেকেই ভোটে বিরোধীদের বাধা দেওয়া হয়েছে। আমি তখনই বলেছিলাম, এটা ঠিক হচ্ছে না। এই মুহূর্তে আমি ইতিবাচক শক্তির হাত ধরতে চাই।’’ শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানকে স্বাগত জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এদিন বিজেপির সদর দফতরে পৌঁছে যান আরও এক তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। তবে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কি না সে বিষয়ে কিছু খবর পাওয়া যায়নি।

 


మరింత సమాచారం తెలుసుకోండి: