করোনা মোকাবিলায় আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য প্রদীপ, টর্চ, বাতি বা তাও সম্ভব না হলে মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই আবেদনকে সমর্থন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। সেখানকার সরকারও লকডাউন করেছে। তবে বাইরে থাকলেও সবসময় তিনি দেশের খবর রাখছেন বলে অভিনেত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছেন। গোটা ভারত যে করোনার বিরুদ্ধে এক হয়ে লড়ছে, রবিবার রাতের এই প্রদীপ জ্বালানোয় সে কথাই প্রমাণ হবে বলে মনে করছেন তিনি। ঋতুপর্ণার এই বার্তাকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য তথা চলচ্চিত্র জগতে তাঁর অন্যতম সহকর্মী বাবুল সুপ্রিয়।
click and follow Indiaherald WhatsApp channel