আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে বুধবার পর্যন্ত। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী,  শনিবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে নিম্নচাপ। গভীর নিম্নচাপ বর্তমানে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ ঝাড়খন্ড এবং ওড়িশার কাছাকাছি অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এই নিম্নচাপটি ছত্রিশগড়ের দিকে এগোবে।

অন্যদিকে, ওই সেতু দিয়ে ভিভিআইপি-রা নিয়মিত যাতায়াত করেন। শুধু তা-ই নয়, হাওড়ার দিক থেকে কলকাতা শহরে আসার অন্যতম প্রধান রাস্তাও সেটি। কিন্তু অভিযোগ, ওই সেতু এবং সেটির বিভিন্ন র‌্যাম্পের বেহাল দশার কারণে গাড়ির গতি প্রতিনিয়তই বাধাপ্রাপ্ত হয়। আবার খানাখন্দের জেরে প্রায়ই দুর্ঘটনায় পড়ে স্কুটার, মোটরবাইক থেকে ছোট গাড়ি। সমস্যার সমাধানে এ বার তাই বিদ্যাসাগর সেতু এবং সংলগ্ন র‌্যাম্পগুলির আমূল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এ বিষয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে পরিবহণ দফতর। লালবাজার সূত্রের খবর, ওই সেতুর রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত প্রতিটি এজেন্সিকে নিয়ে পরিদর্শন করার পরেই ঠিক হবে, পুলিশের তরফে কবে মেরামতির বিষয়ে ছাড়পত্র দেওয়া হবে।

మరింత సమాచారం తెలుసుకోండి: