এদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পরবর্তী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও অস্বস্তির আবহাওয়া নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৭১ শতাংশ।
অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর। এদিন দক্ষিণবহ্গের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪০ এর উপরে পৌঁছবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগমী ২ থেকে ৩ দিন দক্ষিণবঙ্গে তেমন কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। বেশকিছউ জেলায় তাপজনিত কারণে অস্বস্তির পরিমাণ বজায় থাকবে।
এদিকে উত্তরবঙ্গের শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভবনা নেই। যদিও তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশকিছু জেলায় তাপজনিত কারণে আগামী তিনদিন অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। তবে দিনের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
click and follow Indiaherald WhatsApp channel