বলিউডে বাঙালি অভিনেত্রী বিপাশা বসু। বলিউডের অন্যতম হট গার্লও বটে। রাজ থেকে জিসম কিংবা অ্যালোন, তাঁর গ্ল্যামারের ছটায় উজ্জ্বল রূপোলি পর্দা। বুঝতেই পারছেন, বাঙালি কন্যা বিপাশা বসুর কথাই বলা হচ্ছে। করণ সিং গ্রোভারকে বিয়ে করে, লকডাউনের মধ্যে যিনি জমিয়ে সংসার করছেন। এবার সেই বিপাশা বসু শেয়ার করলেন তাঁর পুরনো ছবি। অর্থাত মডেলিংয়ের সময়ের ছবি শেয়ার করলেন বিপাশা। আর সেই ছবি পোস্ট করতেই হু হু করে তা ভাইরাল হয়ে যায়। আপনারাও দেখুন সেই ছবি -
click and follow Indiaherald WhatsApp channel