এমএস ধোনি। ভারতের বিশ্বজয়ী অধিনায়ক। কিন্তু তাঁর অবসর নিয়ে জলঘোলা চলছেই। একসময়ে তাঁর অবসর নিয়ে স্ত্রী সাক্ষীও মুখ খুলতে বাধ্য হয়েছিলেন। তবে সম্প্রতি লকডাউনে একেবারে অন্য মেজাজে মহেন্দ্র সিং ধোনি। আপাতত ক্রিকেটহীন জীবন কাটছে মহেন্দ্র সিং ধোনির। সেখানেই এবার প্রিয় পোষ্যদের নিয়ে আদর করতে দেখা গেল মাহিকে। এই লকডাউনে ফার্ম হাউসে বাইকে চড়ে, কিংবা ট্রাক্টর চালিয়ে আবার পোষ্যদের সঙ্গে মেয়ে জিভাকে নিয়ে নানা ভাবে সময় কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই সব ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় নেয়নি। তবে ক্রিকেটহীন জীবনকেও ক্যাপ্টেন কুল উপভোগ করছেন।
click and follow Indiaherald WhatsApp channel