বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত প্রবীণ মালায়লাম অভিনেত্রী কেপিএসি ললিতা। বয়স হয়েছিল ৭৪ বছর। অসুস্থ হয়ে দীর্ঘদিন ভুগছিলেন তিনি। ২১ ফেব্রুয়ারি রাতে ত্রিপুনিথুরায় নিজের ছেলের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মালায়লাম চলচ্চিত্র নির্মাতা ভারথানকে বিবাহ করেছিলেন কেপিএসি ললিতা। ১৯৯৮ সালে প্রয়াত ভারথান। গত কয়েক মাস ধরে অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন ললিতা। ১৯৬৯ সালে কে এস সেথুমাধবন পরিচালিত 'কুট্টুকুডুম্বাম' দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন ললিতা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বলেছেন, তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে বিভিন্ন প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিতে পারেন। ললিতা কেরালা সঙ্গীত নাটক অ্য়াকাডেমির চেয়ারপার্সনও ছিলেন।

অন্যদিকে, এই মাসেই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর(Lata Mangeshkar), সন্ধ্যা মুখোপাধ্যায়(Sandhya Mukherjee) ও বাপ্পি লাহিড়ি(Bappi Lahiri)। সোমবার দক্ষিন কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই কিংবদন্তিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকেই তিনি শেয়ার করলেন পুরনো স্মৃতি। ভাষাদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘লতা মঙ্গেশকরও হারিয়ে গেলেন। বাপ্পি লাহিড়ি ছাত্র যৌবনের মন কেড়েছিলেন। তাঁর গানগুলি আজকের ছেলে মেয়েদের মধ্যেও জনপ্রিয়। তিনি মঙ্গল দ্বীপ জ্বেলের মতো গানও গেয়েছেন। আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দু’টো গান লিখে দিও। আমি গাইব। গান লিখেও দিয়েছিলাম। কোনও কারণে হয়তো সময় পাননি, ওঁর গেয়ে ওঠা হয়নি। সন্ধ্যাদিও মারা গেলেন, খারাপ লাগে।’

మరింత సమాచారం తెలుసుకోండి: