অন্যদিকে, জেলে যেতে চান তিনি। বিচার বিভাগের অবমাননার মামলায় অভিযুক্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত শুক্রবার তাঁর এই ‘মনস্কামনা’র কথা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘দ্রুত জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এতে আমার জীবন নতুন মাত্রা পাবে।’ তাঁর জীবনের আদর্শ ব্যক্তিদের কথা বলতে গিয়ে দামোদর বিনায়ক সাভারকর, ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের পাশাপাশি ‘নেতা বসু’ (সুভাষচন্দ্র)-র কথাও এ দিন বলেছেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় বিচার বিভাগ সম্পর্কে বিতর্কিত মন্তব্য শেয়ার করার অভিযোগে মুম্বইয়ের বান্দ্রায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। চলতি মাসে কঙ্গনার বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিরোধ-বিদ্বেষ ছড়ানো, রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যকলাপ-সহ নানা অভিযোগ আনেন এক আইনজীবী। বান্দ্রার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই অভিযোগের ভিত্তিতে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন পুলিশকে।
click and follow Indiaherald WhatsApp channel