দেশে করোনায় দৈনিক আক্রান্তের (Daily Corona Cases) নিম্নমুখী হলেও। গতকালের চেয়ে সামান্য বাড়ল আক্রান্তের সংখ্যা।  দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৬২,২২৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ছাড়িয়ে গেল। তবে দৈনিক মৃত্যু মঙ্গলবাররে তুলনায় কমলেও তা আড়াই হাজারের বেশিই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ২ হাজার ৫৪২ জন।  মোট মৃত্যু সংখ্যা (Death toll)গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৬ হাজার ৩৩ লক্ষ ১০৫ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ১০০ জন। সুস্থতার হার বেড়েছে ৯৫.২৬ শতাংশ। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ০১৪ জন। দেশের এই আড়াই হাজার মৃত্যুর সিংহভাগই মহারাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৮ জনের। তামিলনাড়ুতে হয়েছে ২৬৭ জনের মৃত্যু। কর্নাটকে ১১৫ এবং কেরলে ১৬৬ জনের। দেশের বাকি রাজ্যে মৃত্যু ১০০-র নীচেই রয়েছে। অন্ধ্রপ্রদেশ ৫৩, উত্তরপ্রদেশ ৫৬ এবং পশ্চিমবঙ্গে ৭৫ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। বাকি রাজ্যগুলিতে মৃত্যু ৫০-এর নীচে। কেরল এবং তামিলনাড়ুতে দৈনিক সংক্রমণ ১০ হাজারের উপরে রয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে তা ৫ হাজারের বেশি। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অসমে তা ৩ হাজারের ঘরে।

Find out more: