তিনি অভিনেত্রী আবার সাংসদও। আবার তিনি যে গানও গান সেটা অনেকেরই অজানা। তবে ভোট প্রচারে গিয়ে অনুরোধে তাঁকে একাধিকবার গান গাইতে হয়েছে। এবার গণেশ পুজোয় সল্টলেকের পিএনবি ব্লকে গান গাইতে শোনা গেল মিমি চক্রবর্তীকে। সঙ্গে ছিলেন বন্ধু নুসরত জাহানও। মিমির একটি ফ্যান ক্লাবের ইনস্টাগ্রাম পোস্টে সেই গান গাওয়ার ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে মিমিকে দেখতেও সুন্দর লাগছিল। হলুদ রঙের সিফন শাড়িতে ভীষণ উজ্জ্বল লাগছিল মিমিকে। সেই সঙ্গে মাইক হাতে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে গান গাইতেও দেখা গিয়েছে তাঁকে।

উল্লেখ্য, বেশ কয়েকমাস তাঁকে বড় পর্দায় দেখতে পাননি তাঁর ভক্তরা। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁর ‘ড্রিম প্রজেক্ট’ নিয়ে ফিরছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে সেই প্রজেক্টের ফার্স্ট লুক নিয়ে প্রকাশ করেছেন তিনি।

নতুন ইউটিউব চ্যানেল খুললেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। নিজের চ্যানেলের ফার্স্ট লুক প্রকাশ্যে এনে মিমি লিখেছেন,‘মাসের পর মাস শেষ না হওয়া মিটিং এবং বিনিদ্র রজনী কাটিয়ে অবশেষে আমার স্বপ্নের প্রজেক্টের ঝলক সামনে নিয়ে এলাম।’ পোস্ট করা ছবিতে তাঁকে দেখতেও লাগছে অসাধারণ। লাল রঙের ফ্রি-লেয়ার মিনি স্কার্টে দাঁড়িয়ে রয়েছএন তিনি। পায়ে কালো রঙের হাই হিল বুটস। মিমি তাঁর ইউটিউব চ্যালেন নিয়ে কিছু না বললেও শোনা যাচ্ছে, ওই চ্যানেলে নিজের গলায় গান গাইতে দেখা যেতে পারে তাঁকে। যদিও তিনি ভালো গান গাইতে পারেন তার প্রমাণ আগেই মিলেছে। ‘মন জানে না’ ছবির জন্য ‘কেন যে তোকে’ গানটির প্লে ব্যাক করেছিলেন যাদবপুরের সাংসদ। এছাড়া অনুরোধ আসায় লোকসভা নির্বাচনে একাধিকবার তাঁকে গান গাইতে শোনা গেছে।


మరింత సమాచారం తెలుసుకోండి: