লিওলেন মেসি। এই নামটাই এখন বিশ্ব ফুটবলে যথেষ্ট। মেসি মানেই ফুটবল এবং ফুটবল মানেই মেসি ম্যাজিক। এখন এটাই যেন ট্রেন্ড। আর প্রথম ফুটবালর হিসাবে মেসির মুকুটে নতুন পালক। ২০ বছরের ইতিহাসে এই প্রথমবার এমনটা হল। সোমবার বার্লিনে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের মঞ্চে ইতিহাস গড়লেন লিওনেল মেসি এবং ফরমুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিলটন। প্রথম ফুটবলার হিসেবে লরিয়াস পুরস্কার জিতলেও পুরস্কার বিতরণী মঞ্চে হাজির ছিলেন না মেসি। তবে এক ভিডিয়ো বার্তায় মেসি জানিয়েছেন, এই পুরস্কার পেয়ে তিনি গর্বিত।
View this post on Instagram
click and follow Indiaherald WhatsApp channel