মোদিজী আসার পরে ভারতীয়দের যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে-
১) শীঘ্রপতন - গ্রোথ রেট ক্রমশ পতনের দিকে। যার প্রভাব পড়ছে অর্থনীতির সর্বক্ষেত্রে। গাড়ি শিল্প থেকে বিস্কুট শিল্প, সর্বত্র বিক্রীর হার তলানির দিকে৷ ছাঁটাই হচ্ছে একের পর এক কারখানায়।
২) ধাতুদুর্বলতা- অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবার ফলে স্বাভাবিকভাবেই দুর্বল হচ্ছে ধাতুশিল্পও। 
৩) স্বপ্নদোষ- নোটবন্দী, জিএসটি প্রভৃতির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী৷ ফলে আতঙ্কে আছেন তারা। রাতে দুঃস্বপ্ন দেখছেন, সব হারিয়ে একদিন ফুটপাথে না নেমে আসতে হয় তাদের। দুঃস্বপ্ন দেখছেন ছাঁটাই হওয়া বিভিন্ন কারখানার কর্মচারীরা৷ দুঃস্বপ্ন দেখছেন বেসরকারীকরণের আতঙ্কে দিন গুনতে থাকা বেঙ্গল কেমিকেল, রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়াত্ত সংস্থার কর্মচারীরা। 
৫) লিঙ্গসমস্যা- একের পর এক বিজেপি নেতা জড়িয়ে পড়ছেন যৌন কেলেঙ্কারীতে। হাতে হাতে ঘুরছে সেসব ভিডিও। 
৬) না দাঁড়ানোর সমস্যা (erectile dysfunction)- নেতিয়া পড়া অর্থনীতিকে কিছুতেই দাঁড় করাতে পারছেন না মোদিজী। সমস্ত চেষ্টাই ব্যর্থ।
বলি ভক্তরা, এটা সরকার, না গুপ্তরোগের আঁতুরঘর হ্যাঁ ??

৭) কল কারখানা গুলি মুখ থুবরে পরেছে।

8) বেকার সমস্যা বেড়ে চলেছে।

৯) জিনিস পত্রের দাম হু হু করে বেড়ে চলেছে ।

১০) পঞ্চায়েতে সরকারি প্রকল্পের কাজ থমকে দাঁড়িয়ে আছে । স্টাফ / ভি এল ই দের কন কাজ নেই ।

১১ )সুদা র কাজ থমকে আছে। আরবান বাড়ির প্রকল্প গুলির কন উচ্চবাচ্চ নেই।

১২ ) মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে।

Find out more: