কিন্তু এতো গেল রেকর্ডের কথা, কিন্তু মহেন্দ্র সিং ধোনি কি অবসর নিচ্ছেন? কয়েক কোটি টাকার প্রশ্নের জবাব বোধহয় ইঙ্গিতেই স্বয়ং বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে হর্ষ ভোগলের প্রশ্নের উত্তরে তিনি বললেন, “তুমি তা হলে একটা উত্তর খুঁজছ তাই তো? হ্যাঁ, হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কিন্তু গত কয়েক মাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি সেটা কোনও দিনই ভোলার হয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু আমার কাছে আরও কঠিন চ্যালেঞ্জ হল, পরের নয় মাসে কঠোর পরিশ্রম করে এবং আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও আমার কাছে ভাবার জন্য ৬-৭ মাস রয়েছে। আমার তরফে থেকে এটা সমর্থকদের কাছে উপহার। জানি শরীরের জন্য কাজটা সহজ হবে না। তবুও।”
তাহলে যা ইঙ্গিত ধোনি দিলেন, তাতে বোঝা যাচ্ছে হয়তো পরের মরসুমে মাহি মার রাহা হ্যায়...আবারও বলতে পারবেন আপনিও।
click and follow Indiaherald WhatsApp channel