এদিন সকালে ব্যাডমিন্টনেই দেশকে রুপো এনে দিয়েছিলেন সুহাস এল ইয়াথিরাজ (Suhas L Yathiraj )। আইএস অফিসার ও জেলা শাসক ইয়াথিরাজ  ফাইনালে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী লুকাস মাজুরকে হারান তিনি। কিন্তু সময় গড়াতেই ব্যাডমিন্টনে দেশ পেল দ্বিতীয় সোনা। একটি ম্যাচেও না হেরে সোনার পদক জেতেন কৃষ্ণ নগর। টোকিয়ো প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে (এসএইচ ৬) সোনা জিতলেন কৃষ্ণ নগর। হংকংয়ের চু মান কাইকে হারিয়ে সোনা জিতলেন তিনি। খেলার ফল ২১-১৭, ১৬-২১, ২১-১৭। টোকিওতে ভারতের পঞ্চম সোনা চলে এল। পাঁচটি সোনা, আটটি রুপো ও ছয়টি ব্রোঞ্জ নিয়ে এই মুহূর্তে প্যারালিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ১৯।

দুই বছর বয়সে তাঁর পরিবার বুঝতে পারেন অন্য শিশুদের তুলনায় কৃষ্ণর গঠনে কিছু সমস্যা রয়েছে। তাঁর শরীরের বৃদ্ধি বয়সের তুলনায় বেশ কম। সেই প্রতিকূলতা নিয়েই লড়াই করছেন কৃষ্ণ। নজর কাড়ছেন বিশ্ব মঞ্চে। রাজস্থানের এই শাটলার তাঁর বিভাগে বিশ্বের দুই নম্বর তারকা। স্কুলে তাঁর বন্ধুদের সঙ্গে কোনও খেলায় যোগ দিতে পারতেন না কৃষ্ণ। ধীরে ধীরে উপলব্ধি করেন তাঁর দৌড়ের গতি অন্যদের থেকে বেশি। সেই দিকেই মন দিয়েছিলেন তিনি। দুই বছর বয়সে তাঁর পরিবার বুঝতে পারেন অন্য শিশুদের তুলনায় কৃষ্ণর গঠনে কিছু সমস্যা রয়েছে। তাঁর শরীরের বৃদ্ধি বয়সের তুলনায় বেশ কম। সেই প্রতিকূলতা নিয়েই লড়াই করছেন কৃষ্ণ। নজর কাড়ছেন বিশ্ব মঞ্চে। রাজস্থানের এই শাটলার তাঁর বিভাগে বিশ্বের দুই নম্বর তারকা। স্কুলে তাঁর বন্ধুদের সঙ্গে কোনও খেলায় যোগ দিতে পারতেন না কৃষ্ণ। ধীরে ধীরে উপলব্ধি করেন তাঁর দৌড়ের গতি অন্যদের থেকে বেশি। সেই দিকেই মন দিয়েছিলেন তিনি।

మరింత సమాచారం తెలుసుకోండి: