আসন্ন ভারত সফরের আগে ডোনাল্ড ট্রাম্প জানান, এখনই ভারতের সঙ্গে বড়সড় কোনও চুক্তিতে যেতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। নিজের দেশে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ভারতের সাথে একটি বানিজ্যিক চুক্তি হতেই পারে। তবে আমি চাইছি এই গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জল্পনা চলছে যে এই সফরের সময়ই ভারতের সঙ্গে আমেরিকার একটি বড়সড় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হবে। ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে যদিও চাপা অসন্তোষ রয়েছে ডোনাল্ড ট্রামের মনে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত আমাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি” যদিও এর আগে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে তিনি ভারত সফর নিয়ে যথেষ্ট আশাবাদী।
click and follow Indiaherald WhatsApp channel