নরেন্দ্র মোদী সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল মাধ্যাকর্ষণ আবিষ্কারের কৃতিত্ব আইজাক নিউটনের কাছ থেকে কেড়ে নিয়ে তুলে দিলেন আইনস্টাইনের হাতে।তিনি অর্থনীতির দুরবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে আজ বাণিজ্য বোর্ডের বৈঠকে বলেন ‘‘অর্থনীতি নিয়ে অঙ্ক কষার মধ্যে যাবেন না। ৫ লক্ষ কোটি ডলার জিডিপি-র জন্য ১২% বৃদ্ধি দরকার। এ দিকে বৃদ্ধির দর ৬% — এ-সব অঙ্ক কষার দরকার নেই। কারণ অঙ্ক কষে আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেননি।’’
তিনি শুধু শিল্প-বাণিজ্য মন্ত্রী নন। রেল মন্ত্রকও তাঁর দায়িত্বে। এক সময় অর্থ মন্ত্রক সামলেছেন। অরুণ জেটলি যখন অসুস্থ, তখন বাজেটও পেশ করেছেন। সেই তিনি আইনস্টাইনকে মাধ্যাকর্ষণ আবিষ্কারের কৃতিত্ব দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার তিনি। প্রশ্ন উঠছে আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিষ্কার করলে, আপেক্ষিকতাবাদের তত্ত্ব কার আবিষ্কার? বিখ্যাত E=mc2 ফর্মূলারই বা জনক কে?
কংগ্রেস নেতা জয়রাম রমেশের কটাক্ষ করে বলেছেন ‘‘মন্ত্রী মহোদয় ঠিকই বলেছেন। আইনস্টাইন অঙ্ক কষে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেননি। কারণ তাঁর আগে নিউটন এই কাজ করে ফেলেছিলেন। অপেক্ষা করুন, এ বার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলবেন, নিউটনের আগে আমাদের পূর্বপুরুষেরা মাধ্যাকর্ষণের কথা জানতেন। নাকি তিনি ইতিমধ্যেই বলে ফেলেছেন! এমন মন্ত্রীরা থাকলে, ঈশ্বর অর্থনীতিকে রক্ষা করুন।’’
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক গত অগস্টেই বলেছেন, নিউটনের সামনে গাছ থেকে আপেল পড়ার আগেই এ দেশের পুথিপত্রে মাধ্যাকর্ষণের উল্লেখ ছিল। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির কটাক্ষ, ‘‘কবে মাথায় আপেল পড়বে, তার পরে বোধোদয় হবে যে, অর্থনীতি গোল্লায় গিয়েছে!’’
click and follow Indiaherald WhatsApp channel