নীতীশ আর 'সুশাসনবাবু' নন। বয়স হয়েছে। রাজ্য চালানোর ক্ষমতা আর নেই। গত দেড় দশকের নীতীশ শাসনের বিরুদ্ধে প্রচারে এভাবেই সুর চড়িয়েছিল মহাজোট। পাল্টা নীতীশের দাবি, লালুর আমলে জঙ্গলরাজ চলত। সেই রাজ কি ফিরিয়ে আনতে চান! রাজ্যে অপরাধের সংখ্যা কমেছে। উন্নয়ন হচ্ছে। এমন তরজার মধ্যেই আজ ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ।

প্রথম দফায় ভোটদানের শুরুতেই বিপত্তি বিহারে। ঔরঙ্গাবাদের ঢিবরায় একটি বুথের কাছ থেকে দু’টি ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হয়েছে। তবে কোনও অঘটন ঘটার আগেই আইডি দু’টি নিষ্ক্রিয় করে দেয় সিআরপিএফ-এর বম্ব স্কোয়াড। বিস্ফোরণ ঘটিয়ে হুলস্থুল বাঁধানোর লক্ষ্যেই সেগুলি রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে এর পিছনে কে বা কারা রয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ ও আধা সামরিক বাহিনীর পাহারায় সেখানে ভোটদান শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত ৭.৩৫ শতাংশ ভোট পড়েছে সেখানে। মোট ২৪৩টি আসনের মধ্যে বুধবার ৭১টি আসনে প্রথম দফার ভোটদান চলছে বিহারে। করোনা আবহে সামাজিক দূরত্ববিধি মেনে যাতে ভোটদান সম্পন্ন হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।  

మరింత సమాచారం తెలుసుకోండి: