ছবি মুক্তির প্রথম দিন থেকেই বক্সঅফিসে ভালো ব্যবসা করছে 'দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files)। এই ছবি ইতিমধ্যেই আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আবার বিতর্ক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের(Anupam Kher), মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty), দর্শন কুমার ও পল্লবী যোশী। প্রথম দিন থেকেই দর্শকের মনে ধরেছে এই ছবি। এবার এই ছবি দেখার জন্য পুলিসকর্মীদের ছুটি ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার। রবিবার মধ্যপ্রদেশেই  এই ছবিকে করমুক্ত ঘোষণা করে রাজ্য সরকার। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সংবাদমাধ্যমকে জানায়,'মধ্যপ্রদেশের পুলিসকর্মীরা 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি দেখার জন্য ছুটি পাবেন। ডি জি পুলিস সুধীর সাক্সেনাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে।' মধ্যপ্রদেশ ছাড়াও মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় দ্য কাশ্মীর ফাইলস ইতিমধ্য়েই করমুক্ত। তৃতীয় দিনে এই ছবি ব্যবসা করেছে ১৫ কোটি টাকা, সব মিলিয়ে এ যাবৎ 'দ্য কাশ্মীর ফাইলস' আয় করেছে ২৬.৫০ কোটি টাকা।

অন্যদিকে, ১৯৯০-এর সালের শুরুতে কাশ্মীর থেকে বিতাড়িত কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের ঘরছাড়ার কাহিনি ঘিরে নির্মীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির ‘আইএমডিবি রেটিং’ নিয়ে বিতর্ক দানা বাঁধল। সিনেমার তথ্যভান্ডার হিসেবে জনপ্রিয় ওয়েবসাইট ‘ইন্টারনেট মুভি ডেটাবেস’ (আইএমডিবি)-এ ওই ছবির ‘রেটিং’ হঠাৎ কমে যাওয়ায় টুইটারে ক্ষোভ প্রকাশ করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। যদিও আইএমডিবি-র তরফে জানানো হয়েছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে দর্শকদের রেটিং দেওয়ার প্রবণতায় ‘অস্বাভাবিকতা’ লক্ষ করা গিয়েছে বলেই বিকল্প পদ্ধতি মেনে ছবির রেটিং দেওয়া হয়েছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: