মহিলাদের একদিনের ম্যাচে সবথেকে বেশি রান সংগ্রহকারী হলেন মিতালি। ২০৯ ম্যাচে তিনি করেছেন ৬,৮৮৮ রান। অপরদিকে, ১৮২টি একদিনের ম্যাচ খেলে ২২৫টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ঝুলন। আইসিসি-র দশকের সেরা মহিলা দলে সুযোগ পেলেন বাংলার ঝুলন গোস্বামী। একই দলে রয়েছেন ভারতকে মহিলা বিশ্বকাপের ফাইনালে তোলা অধিনায়ক মিতালি রাজও। আইসিসি-র দশকের সেরা টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ভারতের হরমনপ্রীত কৌর এবং পুনম যাদব।

দু’দলেই অবশ্য দাপট রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। টি-টোয়েন্টিতে নিজেকে বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন হরমনপ্রীত। টি-টোয়েন্টিতে ২,১৮৬ রান রয়েছে তাঁর। পুনম বল হাতে ৬৭ ম্যাচে নিয়েছেন ৯৫ উইকেট। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং এবং এলিসে পেরি দুটি দলেই সুযোগ পেয়েছেন। 

మరింత సమాచారం తెలుసుకోండి: