শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৬৫৭-এ। সোমবারের পরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৪ হাজার ২৯৬-এ। এর মধ্যে ১৪ লক্ষ ৯৪ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে গিয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫। কিছুটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টার হিসাব ধরে আপাতত রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১১ হাজার ৫৬৬ জন। দৈনিক সংক্রমণের দিক থেকে জেলার তালিকার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ৮৪ জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে। এরপরেই রয়েছে উত্তরের জেলা দার্জিলিং। সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৬৫ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তবে সামগ্রিক ভাবে উত্তরের জেলাগুলিতে কমেছে সংক্রমণের পরিমাণ। আলিপুরদুয়ারে ২১, কোচবিহারে ৩৯, কালিংপঙে ১৭, জলপাইগুড়িতে ৩৫ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কলকাতায় একই সময়ে সন্ধান মিলেছে ৪৬ জন নতুন আক্রান্তের।

অন্যদিকে, I-PAC-এর সদস্যদের হোটেল থেকে বাইরে বের হতেই দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে, রবিবার রাতে হোটেলে গিয়ে আইপ্যাকের সদস্যদের সঙ্গে দেখা করে পুলিস। তাঁদের নথিপত্র দেখা হয়। এরপর সোমবার সকালে গ্রাউন্ড রিসার্চের জন্য টিম বের হতে গেলে বাধা দেয় পুলিস। অভিযোগ, তাঁদের হোটেল থেকে বের হতে বাধা দেওয়া হয়। নথি ভেরিফিকেশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত হোটেলেই থাকতে বলা হয়।  অভিযোগ, তাঁদের হোটেল থেকে বের হতে বাধা দেওয়া হয়। নথি ভেরিফিকেশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত হোটেলেই থাকতে বলা হয়। কেন এই ব্যবস্থা? পুলিসের পালটা যুক্তি, অতিমারির কারণে এই নজরদারি।


మరింత సమాచారం తెలుసుకోండి: