আর পূর্বসূরীর 'গরুর দুধে সোনা' মন্তব্যের ব্যাখা দিলেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, 'দিলীপ ঘোষের মন্তব্য অতিরঞ্জিত করেছে বিরোধীরা'। জল্পনা ছিলই। একুশের ভোটের পর এবার বড়সড় রদবদল ঘটে গেল রাজ্যে বিজেপিতে। সভাপতি পদ থেকে সরলেন দিলীপ ঘোষ। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল বালুরঘাটর সাংসদ সুকান্ত মজুমদারকে। বিজ্ঞপ্তি জারি করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দায়িত্ব নেওয়ার পর কলকাতায় সাংবাদিক বৈঠকে করলেন নবনিযুক্ত রাজ্য সভাপতি। তাঁর কথায়, 'একটা খাবার খেলে আয়রণ বাড়ে। তার মানে এই নয় যে, আয়রণ দিয়ে টিএমটি বার বানিয়ে আপনি বাড়ি বানাবেন। সোনা পাওয়া যায় মানে গয়না বানানো যায়, এমন নয়। মিলিকিউলার লেভের কথা বলেছিলেন দিলীপদা। অতিরঞ্জিত করে আমাদের যারা রাজনীতির বিরোধী, তারা অন্যভাবে প্রকাশ করেছেন। বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল'।
click and follow Indiaherald WhatsApp channel