সোমবার বিকেলে বাসন্তী হাইওয়েতে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট শশীভূষণ মিঞ্জ। আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তিনি মারা যান বলে পুলিশ সূত্রের খবর। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, বানতলার কাছে বেহাল রাস্তার কারণেই ওই দুর্ঘটনা। খানাখন্দে ভরা রাস্তায় একটি গাড়িকে ওভারটেক করার সময় গর্তে মোটরবাইকের চাকা পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন শশীভূষণ। তাঁর মাথা এবং ঘাড়ে গুরুতর আঘাত লাগে। যদিও ওই এলাকায় কোনও সিসিটিভি-ক্যামেরা নেই। ঘটনার খবর পেয়ে ওই বেসরকারি হাসপাতালে পৌঁছন শশীভূষণের স্ত্রী এবং অতিরিক্ত কমিশনার দেবাশিস বড়াল-সহ কলকাতা পুলিশের আধিকারিকেরা।

অন্যদিকে, কোনও বিধায়ককে টিকিট নয়। পুরভোটে (Municipal Election 2022) প্রার্থী করা হবে না কোনও বিধায়ককে। আজ পুরভোট উপলক্ষে তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candiadte List) প্রকাশ করে সাফ জানালেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। একইসঙ্গে এও জানালেন যে, এবার প্রার্থী তালিকায় অনেক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। একই পরিবারের একাধিক লোক যাতে টিকিট না পেয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি, বর্তমানে কাউন্সিলর আছেন, এমন ব্যক্তিকেও প্রার্থী তালিকায় রাখা হয়েছে। প্রসঙ্গত কলকাতা পুরভোটে তৃণমূল জয় পেলেও পরিবারতন্ত্র ও বিধায়কদের টিকিট দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। একই পরিবারের একাধিক লোক যাতে টিকিট না পেয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি, বর্তমানে কাউন্সিলর আছেন, এমন ব্যক্তিকেও প্রার্থী তালিকায় রাখা হয়েছে। প্রসঙ্গত কলকাতা পুরভোটে তৃণমূল জয় পেলেও পরিবারতন্ত্র ও বিধায়কদের টিকিট দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

మరింత సమాచారం తెలుసుకోండి: