বাঙালির নস্টালজিয়ার মধ্যে উল্লেখযোগ্য হলেন কাকাবাবু। সেই দীর্ঘ ৪০ বছর পর কাকাবাবুকে নতুন করে এই প্রজন্মের সঙ্গে পরিচয় করান সৃজিত মুখোপাধ্যায়। ‘মিশর রহস্য'কে ক্যানবন্দি করে। এই প্রজন্মের কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্তু আরিয়ান ভৌমিক। দর্শকদের নতুন কাকাবাবুকে পছন্দ করতেই পরিচালকের দ্বিতীয় উপহার ২০১৭-য় ‘ইয়েতি অভিযান'। তিন বছর পরে ফের ফিরছে তৃতীয় ইনস্টলমেন্ট ‘কাকাবাবুর প্রত্যাবর্তন'
ছোটবেলার হাজারো স্মৃতির প্রত্যাবর্তন ঘটছে বর্তমানে একের পর এক। সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ফেলুদা ফিরে এসেছে ওয়েব সিরিজে। এবার প্রত্যাবর্তন ঘটতে চলেছে বড় পর্দায় কাকাবাবু সন্তু জুটির। যদিও এর আগে এই জুটির আত্মপ্রকাশ ঘটেছে তপন সিংহের সৌজন্যে, সবুজদ্বীপের রাজা ছবিতে। নামভূমিকায় অভিনয় করে ভীষণ জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত অভিনেতা সমিত ভঞ্জ। ১৯৭৩-এর এই ছবির পর বড়পর্দায় আর দেখা যায়নি কবি-সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের এই অমর সৃষ্টিকে।
শুভ মহরতের ছবি প্রকাশ্যে এনে নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।এবার কাকাবাবুর নতুন জার্নি শুরু হবে দক্ষিণ আফ্রিকাতে। মুখ্য চরিত্রে থাকছেন থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সন্তুর ভূমিকায় অভিনয় করবেন আরিয়ান।
কাকাবাবুর গোটা অভিযানই এ বার দক্ষিণ আফ্রিকার জঙ্গলে। মার্চ মাস জুড়ে হবে একটানা শুটিং। থাকছে বন্য প্রাণী নিয়ে নানা রকম চমক।কাকাবাবু টিমের একটি অংশ পৌঁছে গেছেন স্পটে। সৃজিত মিথিলার রিসেপশন মিটলেই সৃজিতও পাড়ি দেবেন দক্ষিণ আফ্রিকাতে।
click and follow Indiaherald WhatsApp channel