কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। শুক্রবারের তুলনায় যা সামান্য বেশি। তবে এই নিয়ে টানা চার দিন দু’হাজারের উপরে থাকল দৈনিক আক্রান্তের সংখ্যা। ১৫ এবং ১৬ এপ্রিল দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নীচে থাকলেও ১৭ এপ্রিল থেকে সংক্রমণের ছবিটা বদলাতে শুরু করেছে। তবে মৃত্যুর সংখ্যা শুক্রবারের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। তার মধ্যে কেরলে ৩১ জন এবং দিল্লিতে দু’জন।

অন্যদিকে, শুক্রবার উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে ১০৭ টি নতুন কোভিড -19 কেস রেকর্ড হয়েছে এবং জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ৫০০-চিহ্ন অতিক্রম করেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় সক্রিয় কেসের সংখ্যা এখন বেড়েছে ৫৬৯। তবে সরকারী পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতিবার থেকে গৌতম বৌদ্ধ নগরে আরও ৭৫ জন রোগী সুস্থ হয়েছেন। বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ৯৯,৪৭৫টি পজিটিভ কেস রেকর্ড করা হয়েছে যেখানে নিরাময় রোগীর সংখ্যা ৯৮,৪১৬ এ দাঁড়িয়েছে। সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২০র মার্চ মাসে মহামারী শুরু হওয়ার পর থেকে জেলায় ৪৯০ জন মানুষ প্রাণ হারিয়েছে। এক দিনে ফেস মাস্ক ছাড়া বাইরে আসার জন্য ১০০ জনেরও বেশি লোককে জরিমানা করা হয়েছে। করোনভাইরাস কেসে সাম্প্রতিক বৃদ্ধির কারণে জনসাধারণকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার এবং গ্রেটার নয়ডা জুড়ে সে বিধি না মানায় একশোরও বেশি লোককে জরিমানা করেছে পুলিশ।

మరింత సమాచారం తెలుసుకోండి: