সুযোগ পেয়েই বাজিমাত ২৩ বছরের তরুণীর। স্মৃতি মান্ধানার
চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে সুযোগ পান রাজস্থানের
প্রিয়া পুনিয়া। আর সুযোগকে দারুন ভাবেই কাজে লাগালেন তিনি। ওয়ান ডে-তে প্রথম
ম্যাচে অপরাজিত থেকে ৭৫ রান করেন প্রিয়া। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারিও।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা মহিলা দল ১৬৪ রানেই শেষ হয়ে যায়। দূরন্ত বোলিং করেন ঝুলন গোস্বামী। তিনি তিন উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
তবে ম্যাচে সবার নজর কাড়েন অভিষেক হওয়া প্রিয়া পুনিয়া। তিন নম্বরে ব্যাট করতে দারুন খেলেন তিনি। ব্যাটিংয়ের জন্য প্রশংসাও কুড়োন প্রিয়া। এককথায় ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন সেনসেশন তিনি। গুগলে প্রিয়াকে নিয়ে সার্চও হয়।
শোনা যায়, মেয়ের ক্রিকেটে আগ্রহ দেখেই বাবা সুরেন্দ্র পুনিয়া লোন নিয়ে, সম্পত্তির বেশ কিছু অংশ বিক্রি করেই স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেন ৷
দেখুন প্রিয়ার ইনস্টাগ্রামের ছবি -
click and follow Indiaherald WhatsApp channel