অস্ট্রেলিয়া-ভারত টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ করে উপরে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং কেএল রাহুল।  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোহলি করেছেন ১৩৪ রান। ব্যাটিং গড় ৪৪.৬৬। ৬৯৭ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় আট নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।  

আইসিসি বুধবার যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে ৮১৬ পয়েন্ট নিয়ে রাহুল তৃতীয় স্থানে রয়েছেন। অষ্টম স্থানে থাকা কোহালির পয়েন্ট ৬৯৭। ভারতের আর কেউ প্রথম দশে নেই। শীর্ষে আগের মতোই ইংল্যান্ডের ডেভিড মালান। তাঁর পয়েন্ট ৯১৫। পাকিস্তানের বাবর আজমও (৮৭১) দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। অস্ট্রেলিয়ার অ্যরন ফিঞ্চকে (৮০৮) সরিয়ে রাহুল তাঁর জায়গা দখল করেছেন। কোহালির আগে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন (৭৪৪), নিউজিল্যান্ডের কলিন মুনরো (৭৩৯) এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৭০১)। কোহালির পরে প্রথম দশে আছেন আফগানিস্তানের হজরতুল্লা জাজাই (৬৭৬) এবং ইংল্যান্ডের ইওয়িন মর্গ্যান (৬৬২)। 

మరింత సమాచారం తెలుసుకోండి: