প্রথমে টেস্ট, তারপর টি২০ এবং শেষে ওয়ান ডে সিরিজ জিতল ভারত। আর তাই ক্রিকেট বিশ্ব প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচের রুদ্ধশ্বাস জয়ের পাঁচ কারণ একবার দেখে নেওয়া যাক -

১) প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু। ওপেনিং জুটিতে ১০৪ রান তুলে ফেলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

২) তারপর ঋষভ পন্থ ও হর্দিক পাণ্ডিয়া। পন্থ ৬২ বলে ৭৮ এবং হার্দিক ৪৪ বলে ৬৪ রান করেন। পরিস্থিতি অনুযায়ী কার্যকরী ব্যাটিং করলেন শার্দুল ঠাকুর ও ক্রুণাল পাণ্ডিয়া। ভারতের রান পৌঁছয় ৩২৯

৩) দুর্দান্ত বোলিং করে ভারতীয় বোলাররা। ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে তখন বিপাকে ইংল্যান্ড। কিন্তু হাল ধরেন স্যাম কারান। 

৪) ভূবনেশ্বর আর শার্দুলের অসাধারণ স্পেলে ম্যাচে ফেরে ভারত। কিন্তু কারান তখন একা হাতে ম্যাচ জেতানোর মতো অবস্থায়

৫) শেষ ওভারে বাজিমাত টি নটরাজনের। দুর্দান্ত স্পেল করে ৬ রানে ভারতকে ম্যাচ জেতায়

অন্যদিকে, কঠিন জৈব সুরক্ষা বলয় একেবারেই মেনে নিতে পারছেন না বিরাট কোহলী। সেটা অকপটে বলেও দিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচের পর কোহলী বলেন, “এই সবে একটা সিরিজ শেষ হল। কয়েক দিন পর থেকে আবার নতুন বলয়ে ঢুকে পড়তে হবে। এরপর আইপিএল শেষ হলে ইংল্যান্ড যেতে হবে। সেখানেও বলয়ে থাকা বাধ্যতামূলক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হওয়ার কয়েক দিন পর থেকে শুরু হয়ে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানেও বলয়ে থাকতে হবে। এতগুলো মাস বলয়ে থাকা খুবই কষ্টের। কারণ সবার মানসিক স্থিতি সমান হয় না। কিন্তু আমাদের মানিয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। আশা করি ভবিষ্যতে এই পরিস্থিতির বদল ঘটবে।”

మరింత సమాచారం తెలుసుకోండి: