আইপি‌এলের ইতিহাসে পাওয়ার প্লে-তে নজির গড়েছেন উমেশ। কলকাতার প্রথম তথা আইপিএলের ইতিহাসে চতুর্থ বোলার হিসাবে পাওয়ার প্লে-তে ৫০ উইকেট নিয়েছেন তিনি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ওভারে ময়ঙ্ক অগ্রবালকে আউট করেন উমেশ। তার সঙ্গেই এই নজির গড়েন তিনি। পাওয়ার প্লে-তে সব থেকে বেশি উইকেট রয়েছে জাহির খানের। ৫২টি উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন সন্দীপ শর্মা। তাঁরও উইকেটের সংখ্যা ৫২। কিন্তু বেশি ম্যাচ খেলায় দ্বিতীয় স্থানে সন্দীপ। তৃতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তাঁর উইকেটের সংখ্যা ৫১। সেই সঙ্গে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে উইকেটের সংখ্যায় শীর্ষে গিয়েছেন উমেশ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে ৩৩টি উইকেট নিয়েছেন তিনি। ভেঙেছেন সতীর্থ সুনীল নারাইনের রেকর্ড। এই পঞ্জাবের বিরুদ্ধেই ৩২ উইকেট নিয়েছেন নারাইন।

অন্যদিকে, এ দিন রাজস্থানের বিরুদ্ধে চলতি আইপিএল-এ (IPL 2022) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক আর ৬৪ রান করলেই, ভারতের (Team India) দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করতে পারতেন তিনি। 'হিট ম্যান'-এর আগে ভারতের হয়ে এই কীর্তি গড়েছেন 'কিং কোহলি'। কিন্তু এ দিন ৫ বলে ১০ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে রিয়ান পরাগকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ফলে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ১০ হাজার পূর্ণ করতে রোহিতকে আরও ৫৪ রান করতে হবে। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪১ রানে আউট হন তিনি।

మరింత సమాచారం తెలుసుకోండి: