ম্যাচ শেষে ধোনি যখন মাঠ ছাড়ছেন তখন দেখা যায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ররীন্দ্র জাডেজা এসে টুপি খুলে কুর্নিশ জানাচ্ছেন তাঁকে। ভিডিয়ো বার্তায় ধোনিকে সম্মান জানায় সিএসকে-ও। ম্যাচ শেষে যখন বাকি ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পরে ধোনি মাঠ ছেড়ে বার হচ্ছেন তখন দেখা যায় সেই দৃশ্য। জাডেজা-সহ চেন্নাইয়ের বাকি ক্রিকেটাররা তখন মাঠে ঢুকছিলেন। ধোনির সামনে এসে টুপি খুলে ধোনিকে কুর্নিশ করেন জাড্ডু। তার পরে বাকিদের সঙ্গে হাত মেলান তিনি। ধোনির ইনিংসের পরে চেন্নাই তাদের টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ করে। সেখানে দক্ষিণ ভারতের একটি সফল ছবির গানের মাধ্যমে সম্মান জানানো হয় মাহিকে। চেন্নাইয়ের সমর্থকরাও নেটমাধ্যমে ধোনির কীর্তির প্রশংসা করেন।

অন্যদিকে, একটা সময় দুজন একসঙ্গে ভারতীয় দলে (India) খেলেছেন। অনেক হার-জিতের সাক্ষী টিম ইন্ডিয়ার (Team India) দুই প্রাক্তন ক্রিকেটার। এহেন অমিত মিশ্র ও ইরফান পাঠানের (Amit MIshra vs Irfan Pathan) মধ্যে এ বার ঝামেলা লেগে গেল। টুইটারে দুই ক্রিকেটার তরজায় জড়িয়ে পড়লেন। শুক্রবার ভোরবেলা ইরফান (Irfan Pathan) টুইটারে লিখেছিলেন, 'বিশ্বে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠার ক্ষমতা আছে আমার দেশ, আমার অসামান্য দেশের। কিন্তু….।' সেই টুইটের জবাবে অমিত মিশ্র (Amit MIshra) পালটা লিখেছিলেন, 'বিশ্বে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠার ক্ষমতা আছে আমার দেশ, আমার অসামান্য দেশের। তবে সেটা হবে, যদি কিছু লোকজন বুঝতে পারেন যে প্রথম বই হিসেবে আমাদের সংবিধানকে অনুসরণ করা উচিত।'

మరింత సమాచారం తెలుసుకోండి: