জবাব বোধহয় আর দিতে লাগবে না। আর জবাব দিতেও চান না ঋদ্ধিমান। 'দ্য ফ্যাক্ট ইনফো'র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কাউকে জবাব দেওয়ার জন্য খেলি না। ভালবেসে খেলি। এটা আমার প্যাশন। আমি মাঠে থাকতেই পছন্দ করি।
এবারে আইপিএল কি একেবারে অন্যরকম ছিল?
এখানে একেবারে খোলামেলা জবাব, প্রথম দিন কেউ কেনেনি। দ্বিতীয় দিন গুজরাত কিনেছিল। আমি শুধু পারফর্ম করেছি। দল জিতেছে। এর থেকে স্বস্তির আর কিছু হয় না।
ওটা আমার কাজ। যখন রান করতে পারিনি টিম ব্যাক করেছে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে!
কোচ গ্যারি কাস্টেন
দারুন মানুষ। স্কোয়্যার কাট, পুল শর্ট নিয়ে অনেকবার আলোচনা করেছি। আরও পরিণত করেছি। পুরো টিম একসঙ্গে ছিলাম। একজোট হয়ে ছিলাম এটাই সবচেয়ে বড় পাওনা।
আইপিএল ফাইনাল?
না, আলাদ করে ফাইনাল ভেবে মাঠে নামিনি। এটাও একটা ম্যাচ ভেবে নেমেছিলাম। তাই সবাই নিজের সেরাটা দিতে পেরেছে।
আইপিএল জেতার পর কেউ শুভেচ্ছা জানিয়েছে বাংলা থেকে?
হ্যাঁ, কয়েকজন বন্ধু জানিয়ে। মনোজ তিওয়ারি উইশ করেছে।
অরুণ লাল?
না, এখন ওরা ব্যস্ত!
ক্রিকেট নিয়ে পরিকল্পনা?
এখনও ঠিক করিনি। তবে মাঠেই আছি। আর ফ্যামিলি নিয়ে ট্রিপ করতে যাব।
ইন্টারভিউ শেষ হতেই আবার নিজের পরিবারের সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন পাপালি...
click and follow Indiaherald WhatsApp channel